চার পেসার নিয়ে খেলছে বাংলাদেশ


প্রকাশিত: ১০:৩৬ এএম, ০৯ জুন ২০১৭

আগে থেকেই অনুমিত ছিল, অন্তত দুটি পরিবর্তন হতে পারে বাংলাদেশ দলে। ইমরুল কায়েসকে যে দল থেকে বাদ দেয়া হবে সেটা ছিল একপ্রকার নিশ্চিতই। আর একটি পরিবর্তনের সম্ভাবনা ছিল। একজন স্পিনার কমিয়ে আনা হতে পারে পেসার তাসকিন আহমেদকে।

ধারণার পুরোটাই বাস্তবায়ন করল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। ইমরুল কায়েসের পরিবর্তে মাঠে নামানো হলো তরুণ মোসাদ্দেক হোসেন সৈকতকে। এছাড়া মিরাজের জায়গায় নেয়া হলো তাসকিনকে। নিউজিল্যান্ডের বিপক্ষে চার পেসার নিয়ে খেলছে বাংলাদেশ।

মাশরাফি নিজে তো আছেনই। সঙ্গে রয়েছেন মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন এবং তাসকিন আহমেদ। স্পিন ডিপার্টমেন্টের নেতৃত্বে রয়েছেন সাকিব আল হাসান। সঙ্গে মোসাদ্দেক হোসেন সৈকত রয়েছেন। চাইলে সাব্বির রহমানকে ব্যবহার করতে পারবেন টাইগার অধিনায়ক।

simgad

বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।