ফ্রেঞ্চ ওপেনের সেমিতে নাদাল-মারে


প্রকাশিত: ০৩:২৭ এএম, ০৮ জুন ২০১৭

ফ্রেঞ্চ ওপেনের শেষ চার নিশ্চিত করেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। কোয়ার্টার ফাইনালে স্বদেশী পাবলো কারেনো বুস্তাকে হারান নাদাল।

শেষ আটের লড়াইয়ে স্বদেশী পাবলো কারেনোর বিপক্ষে প্রথম সেট ৬-২ গেমে নিজের করে নেন সাবেক নাম্বার ওয়ান তারকা নাদাল। কিন্তু দ্বিতীয় সেটেও ২-০ গেমে পেছনে থাকার পরই পেটে আঘাত পেয়ে ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন পাবলো বুস্তা। এর ফলে শেষ চারে জায়গা করে নেন নাদাল।

এদিকে টানা চতুর্থবারের মতো সেমি ফাইনালে উঠেছেন ব্রিটেনের অ্যান্ডি মারে। শেষ আটের লড়াইয়ে নিশিকোরির কাছে প্রথম সেট হারলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেন বিশ্ব র্যািঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড়। কোয়ার্টার-ফাইনালে অষ্টম বাছাই জাপানের নিশিকোরিকে ২-৬, ৬-১, ৭-৬, ৬-১ গেমে হারান গতবারের রানার্সআপ মারে।

কোয়ার্টার-ফাইনালে অস্ট্রিয়ার ডোমিনিক টিমের কাছে হেরে বিদায় নিয়েছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ। ষষ্ঠ বাছাই টিমের কাছে ৭-৬, ৬-৩, ৬-০ গেমে হারেন গতবারের চ্যাম্পিয়ন।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।