ওয়াসিম আকরামের মতো কাউকে দেখেননি ডি ভিলিয়ার্স


প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ০৭ জুন ২০১৭

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা বোলার। গোটা ক্রিকেট দুনিয়ারও বটে। তাকে গণ্য করা হয় রিভার্স সুইংয়ের উদ্ভাবক হিসেবে। একজন পরিপূর্ণ বাঁহাতি দ্রুতগতির বোলারের নাম ওয়াসিম আকরাম।

পাকিস্তানের সাবেক এই পেসারের প্রশংসায় পঞ্চমুখ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। জানালেন, ওয়াসিম আকরামের মতো বোলার দ্বিতীয় আর কাউকে দেখেননি। ওয়াসিম আকরাম একজনই, তার মতো এখনও কেউ আসেননি!

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন এবি ডি ভিলিয়ার্স। পাকিস্তানি বোলারদের সমীহ করেন তিনি। সাবেকদের মধ্যে ওয়াসিম আকরামের ভূয়সী প্রশংসা করেন এবি। বলেন, ‘তিনি (ওয়াসিম আকরাম) মেধাবী একজন বোলার ছিলেন। বোলিংয়ের দক্ষতা ছিল অসাধারণ। তার মতো এত ভালো বোলার আমি আর কাউকে দেখিনি।’

cheer

প্রসঙ্গত, লিস্ট এ ক্রিকেটে ৮৮১টি উইকেট নিয়েছেন তিনি। তাছাড়া একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০২টি উইকেট লাভ করেছেন। শ্রীলঙ্কান ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরনের পর তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।