নতুন কোচ ওর্ডের সঙ্গে এক বছরের চুক্তি বাফুফের


প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০৭ জুন ২০১৭

জাতীয় ফুটবল দলের নতুন কোচ অ্যান্ড্র ওর্ডের সঙ্গে এক বছরের চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বুধবার দুপুরে এ অস্ট্রেলিয়ানের সঙ্গে চুক্তি সম্পন্ন করে বিকেলে তাকে মিডিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেন বাফুফের সহসভাপতি এবং ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। এ সময় বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তির পর নতুন কোচের হাতে জাতীয় দলের জার্সি তুলে দেন বাফুফের সভাপতি।

মাসিক ১২ হাজার ডলার বেতনে নিয়োগ দেয়া ৩৭ বছরের এ অস্ট্রেলিয়ান কোচের প্রধান অ্যাসাইনমেন্ট ডিসেম্বরের বঙ্গবন্ধু গোল্ডকাপ ও আগামী বছরের এপ্রিল-মেতে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপ। তবে তার দায়িত্ব শুরু হবে জুলাইয়ে ফিলিস্তিনে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। তিনি জাতীয় ও অলিম্পিক দলের প্রধান এবং বয়সভিত্তিক দলগুলোর উপদেষ্টা কোচের দায়িত্ব পালন করবেন।

পূর্বের তিক্ত অভিজ্ঞতা থেকে এবার বিদেশি কোচের সঙ্গে চুক্তিতে বেশ কিছু বিষয় পরিষ্কার করেছে বাফুফে। তাকে মাসে ১২ হাজার মার্কিন ডলার দেয়া হবে সর্বসাকুল্যে। থাকা-খাওয়াসহ স্থানীয় যাতায়াত সব কিছুই করবেন কোচ নিজে। তিনি কোথায় থাকবেন তা ঠিক না হওয়া পর্যন্ত বাফুফে তাকে হোটেলেই রাখবে।

কোচ বছরের ৩০ দিন ছুটি কাটাতে পারবেন। আর ৩০ দিন ছুটি কাটাতে তিনি চাইলেই বারবার যেতে পারবেন না। বিমান ভাড়ার বাবদ খরচের একটা সীমাও ধার্য করে দেয়া হয়েছে। ৬ মাস পর বাফুফে ও অ্যান্ড্র ওর্ড যে কোনো পক্ষই চুক্তি থেকে অব্যহতি চাইতে পারে। তবে কোনো টুর্নামেন্ট শুরুর এক মাস সামনে রেখে কোচ দায়িত্ব ছাড়তে পারবেন না।

নতুন কোচ নিয়োগ দিয়ে বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন তার উপর আস্থা রেখে বলেছেন, ‘আমি নতুন কোচকে অভিনন্দন জানাই। ধন্যবাাদ জানাই ন্যাশনাল টিমস কমিটিকে, যারা বড় একটা কাজ শেষ করেছে। আশা করছি, নতুন এ কোচের সঙ্গে আমাদের ভালো একটা সময় কাটবে।’

ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘আমাদের কাছে আরো কোচের বায়োডাটা ছিল। কিন্তু আমরা চেয়েছিলাম একজন পশ্চিমা কোচ যার এশিয়াতেও কাজ করার অভিজ্ঞতা আছে। এ সব ভেবেই আমরা ওর্ডকে নিয়োগ দিয়েছি। তার ওপর আস্থা রেখেছি। কারো না কারো ওপর তো বিশ্বাস রাখতেই হবে। আমাদের প্রধান লক্ষ্য ডিসেম্বরের বঙ্গবন্ধু কাপ ও পরের বছরের মাঝামাঝিতে হওয়া সাফ চ্যাম্পিয়নশিপ।’

জুলাইয়ে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব থেকে ওর্ড যদি ৪/৫ জন ফুটবলারও জাতীয় দলের জন্য বের করতে পারেন সেটাই বড় প্রাপ্তি হবে বলে উল্লেখ করেছেন কাজী নাবিল আহমেদ। এর পর আগস্ট-সেপ্টেম্বরে জাতীয় দলকে বেশ কয়েকটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচও খেলাবে বাফুফে। তার পরই তৈরি করা হবে জাতীয় দল। দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচা না খেলা জাতীয় দলের নতুন কোচের অধীনে প্রথম পরীক্ষাটা হবে বঙ্গবন্ধু কাপ।

আরআই/এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।