সাব্বির কেন ছয়ে?


প্রকাশিত: ১০:১১ এএম, ০৭ জুন ২০১৭

বাংলাদেশ ওয়ানডে দলে সাধারণত তিনে ব্যাট করে থাকেন সাব্বির রহমান। তবে চ্যাম্পিয়ন্স লিগে সেটা দেখা যাচ্ছে না। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ছয় নম্বরে ব্যাট করতে নামেন সাব্বির। শেষ দিকে নেমে ‘ছোট্ট’ ঝড় তুলেছিলেন। ১৫ বলে ৩টি চারে করেছিলেন ২৪ রান। স্ট্রাইক রেট ১৬০.০০!

নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে একই পজিশনে (ছয় নম্বর) খেলতে নামেন সাব্বির। এবার আর সুবিধা করতে পারেননি। অস্ট্রেলিয়ার ‘রহস্যময়’ বোলার অ্যাডাম জাম্পার কাছে ধরাশায়ী হয়েছেন সাব্বির। বিদায়ের আগে ১৪ বলে করেছেন ৮ রান।

Braver

সাব্বিরের ছেড়া আসা তিন নম্বর পজিশনে খেলছেন ইমরুল কায়েস। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই নাকি সাব্বিরের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা হয়েছে। ছয়ে নেমে সাব্বির হাত খুলে খেলতে পারেন। যা দলের জন্য বড় স্কোর করতে সহায়ক ভূমিকা রাখে। এমনটাই জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সাব্বিরের ছয় নম্বর ব্যাটিং পরিজশন নিয়ে মাশরাফির ব্যাখ্যা, ‘গত আট ম্যাচে (চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আসরের আগে) তিন নম্বরে ব্যাট করেছে সাব্বির। দলের ভালোর জন্যই তাকে ছয়ে নেয়া হয়েছে। এই পজিশনে নেমে দ্রুত তোলা দরকার। সাব্বির সেটা পারে। তাছাড়া তিনে ব্যাট করা ইমরুলের গড়ও অনেক ভালো।’

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।