আসছে নূর হোসেন যাচ্ছে অনুপ চেটিয়া


প্রকাশিত: ১০:৫৯ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৪

বাংলাদেশে কারাবন্দি আসামের স্বাধীনতাকামী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়াকে ভারতে পাঠানো হবে। এ জন্য বাংলাদেশ সরকার প্রস্তুতিও নিয়েছে। অন্যদিকে নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় আটক নূর হোসেনসহ অন্যান্য অপরাধীদের ফেরত পাঠানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ভারত।

রাজধানীর হোটেল সোনারগাঁয়ে দুই দেশের সচিব পর্যায়ের বৈঠক শেষে স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খান সাংবাদিকদের এ সব তথ্য জানান।

সচিব বলেন, অনুপ চেটিয়া বাংলাদেশ সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছিল। এখন তিনি ভারতে ফেরত যেতে চান। বৈঠকে এ বিষয়টি আমরা উপস্থাপন করেছি। ভারতও তাকে ফেরত নিতে আগ্রহ দেখিয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই তাকে ফেরত পাঠানোর ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। দ্রুত তাকে ফেরত পাঠনো হবে।

নুর হোসেন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনুপ চেটিয়া ও নূর হোসেনের বিষয় সম্পূর্ণ ভিন্ন হলেও, তারা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নূর হোসেনসহ অন্য যে অপরাধীরা ভারতে রয়েছে তাদের ফেরত দিতে আগ্রহ দেখিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।