ওয়াহাব রিয়াজের পরিবর্তে রুম্মন রইস


প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ০৬ জুন ২০১৭

ভারতের বিপক্ষে বোলিং করতে গিয়ে অ্যাঙ্কেল মচকে গিয়েছিল ওয়াহাব রিয়াজের। মাঠ থেকে তাকে চলে যেতে হয়েছিল হাসপাতালে। টিম ইন্ডিয়ার বিপক্ষে আর বোলিংই করতে পারেননি। চ্যাম্পিয়ন্স ট্রফিই শেষ হয়ে যায় রিয়াজের।

চলতি টুর্নামেন্টে ওয়াহাব রিয়াজের বিকল্প খুঁজছিল পাকিস্তান। তার বিকল্পও পেয়ে গেছে তারা। ওয়াহাব রিয়াজের পরিবর্তে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেলেন রুম্মন রইস।

MJP

এর আগে পাকিস্তান জাতীয় হয়ে দুটি ম্যাচ খেলেছেন রুম্মন রইস। ওয়ানডে নয়, টি-টোয়েন্টিতে। বল হাতে একটি উইকেটও পেয়েছেন রইস। তার ওপর আস্থা রেখেছেন পাকিস্তানের নির্বাচক। দেখা যাক, ওয়াহাব রিয়াজের অভাবটা পূরণ করতে পারেন কিনা রইস? সময়ই সব বলে দেবে!

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।