বাংলাদেশি সমর্থকদের প্রশংসায় আইসিসি


প্রকাশিত: ০২:৩৭ পিএম, ০৬ জুন ২০১৭

বাংলাদেশ হারুক কিংবা জিতুক; সবসময় সমর্থকরা পাশে থাকেন। দেশের মাটি কিংবা বিদেশ, যেখানেই টাইগাররা খেলতে নামুক। ক্রিকেট পাগল সমর্থকদের উপস্থিতি সেখানে থাকবেই। বিশ্বের যে প্রান্তেই হোক।

ক্রিকেটারদের সঙ্গে এই সমর্থকরাও বিশ্ব দরবারে বাংলাদেশের প্রতীক। ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসিরও চোখ এড়ায়নি বিষয়টা। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সমর্থকদের সরব উপস্থিতির তাই উচ্ছ্বসিত প্রশংসা করল আইসিসি।

ICC

বাংলাদেশি সমর্থকদের প্রশংসায় আইসিসি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘বিশ্বের যে প্রান্তেই বাংলাদেশ ক্রিকেট দল খেলুক না কেন, টাইগার সমর্থকরা সবসময়ই সেখানে হাজির হন। সংখ্যাটাও অনেক বেশি।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও জয় পায়নি বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে গেছে মাশরাফি বিন মর্তুজার দল। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ১৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৩ রান তোলে অস্ট্রেলিয়া। এরপর নামে অবিরাম বৃষ্টি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।

এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।