নিউজিল্যান্ডকে ৩১১ রানের লক্ষ্য দিল ইংল্যান্ড


প্রকাশিত: ০১:৩৪ পিএম, ০৬ জুন ২০১৭

জো রুট, অ্যালেক্স হেলস ও জস বাটলারের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় পুঁজি পেয়েছে ইংল্যান্ড। তবে পুরো ৫০ ওভার খেলতে পারেনি ইয়ন মরগানের দল। ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩১০ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। জয়ের জন্য ইংল্যান্ডের সামনে ছুড়ে দিয়েছে ৩১১ রানের লক্ষ্যমাত্রা।

কার্ডিফের সোফিয়া গার্ডেনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৩৭ রানের মাথায় ধাক্কা খায় ইংল্যান্ড। ১৩ রান করে অ্যাডাম মিলনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন জেসন রয়। নিজেকে যেন হারিয়ে খুঁজছেন তিনি। দুর্দান্ত ফর্মে থাকা অ্যালেক্স হেলসের ব্যাটে আজও মিলল রান। হাফ সেঞ্চুরি করেছেন। ৫২ বলে ৩টি চার ও দুটি ছক্কায় খেলেছেন ৫৬ রানের ইনিংস। তিনিও শিকার মিলনের।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জো রুটও রান পেয়েছেন। ফিফটির দেখা পাওয়া এই ইংলিশ থেমেছেন ৬৪ রানে। তার ৬৫ বলের ইনিংসটি সাজানো ৩টি চারের সঙ্গে দুটি বিশাল ছক্কায়। কোরি অ্যান্ডাসনের ধাক্কায় ইংল্যান্ড অধিনায়ক মরগান (১২ বলে ১৩) ফিরেছেন দ্রুতই।

MJP

বেন স্টোকস দেখেশুনে খেলেছেন। তার ব্যাট আজ সপাটে চলেনি। হাফ সেঞ্চুরির খুব কাছে গিয়েছিলেন। কিন্তু ট্রেন্ট বোল্টের বলে মিলনে হাতে ধরা পড়েন। বিদায়ের আগে ৫৩ বলে চারটি চার ও ‍দুটি ছক্কায় করেছেন ৪৮ রান। সমান ১২ রান করে এসেছে মঈন আলি ও আদিল রশিদের ব্যাট থেকে।

শেষ দিকে লিয়াম প্লাঙ্কেটকে নিয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যান জস বাটলার। ১৫ রান করে মিলনের কাছে ধরাশায়ী হন প্লাঙ্কেট। কিউই বোলারদের কাছে হার মানেননি জস বাটলার। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬১ রানে। তার ৪৮ বলের ঝড়ো ইনিংসটি সমৃদ্ধ দুটি করে চার ও ছক্কায়।

নিউজিল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট নেন অ্যাডাম মিলনে ও কোরি অ্যান্ডারসন। টিম সাউদি পকেটে পুরেছেন দুটি। আর একটি করে উইকেট লাভ করেছেন ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যান্টনার।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।