সাম্পাওলির প্রথম ক্যাম্পে মেসি


প্রকাশিত: ১০:৪৪ এএম, ০৬ জুন ২০১৭

এদগার্দো বাউজার বিদায়ের পর আর্জেন্টিনার কোচের দায়িত্ব নেন হোর্হে সাম্পাওলি। দলকে নতুনভাবেই সাজাতে চাইবেন তিনি। ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়েই মিশন শুরু সাম্পাওলির। আগামী ৯ জুন মেলবোর্ন ক্রিকেট গাউন্ডে অনুষ্ঠিত হবে ম্যাচ ব্রাজিল-আজেন্টিনা ম্যাচ।

এরপর ১৩ জুন সিঙ্গাপুরের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩১ আগস্ট বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা। সেদিন লুইস সুয়ারেজের উরুগুয়ের মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

messi

আপাতত ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরু করে দিয়েছেন সাম্পাওলি। আর্জেন্টিনার নতুন কোচের প্রথম ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি, অ্যাঙ্গেল ডি মারিয়ারা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয় তুলে নিতে চাইবেন মেসিরা। তাই নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিচ্ছেন তারা।

সাম্পাওলির জন্য পরীক্ষাও বটে। কারণ দলকে নিয়ে যেতে হবে অনেক দূর। বিশ্বকাপের বাছাইপর্ব শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচে জিততে চাইবেন সাম্পাওলি। কেননা বাছাইপর্বে খাদের কিনারে রয়েছে আর্জেন্টিনা। দল চাঙ্গা করতেই প্রস্তুতিটা ভালো হওয়া চাই আর্জেন্টাইনদের।

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।