শেরপুর জেলায় গ্রীষ্মকালীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


প্রকাশিত: ১০:১৭ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৪

শেরপুরে চার দিনব্যাপী ৪৩ তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীণ ক্রীড়া প্রতিযোগিতার জলো পর্যায়ের খেলা বুধবার শেষ হয়েছে। স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ছেলেদের ফুটবলে ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয় ২-১ গোলে সদর উপজেলার জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহীর হোসেন।

এছাড়া মেয়েদের হ্যান্ডবলে নকলা উপজেলার গৌড়দ্বার উচ্চ বিদ্যালয় ৩-১ গোলে শেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। জেলা চ্যাম্পিয়ন দল ময়মনসিংহ উপ-আঞ্চলিক পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে বলে জানান সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দর আলী। এসময় জেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজ, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।