সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হচ্ছেন শাহ আলমগীর
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রথম ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন শাহ আলমগীর। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক তিনি। তার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি এ দায়িত্ব পালন করবেন।
তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রেস) মোহাম্মদ নূরুল ইসলাম জানান, ট্রাস্টি বোর্ড এখনো পূর্ণাঙ্গ কলেবরে কাজ শুরু করতে পারেনি। শাহ আলমগীর অতিরিক্ত দায়িত্ব হিসেবে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে কাজ করবেন।
পূর্ণাঙ্গভাবে কাউকে দায়িত্ব দেওয়ার আগ পর্যন্ত শাহ আলমগীর দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। শাহ আলমগীর বলেন, এমন একটি সিদ্ধান্তের কথা শুনেছি। কিন্তু এখনো কোনো চিঠি পাইনি।
গত ১২ জানুয়ারি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন-২০১৪ এর ৬ ধারা অনুযায়ী ১৩ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠন করে তথ্য মন্ত্রণালয়।
বোর্ডের সভাপতি হিসেবে তথ্যমন্ত্রী এবং ভাইস চেয়ারম্যান হিসেবে তথ্য সচিব পদাধিকার বলে থাকবেন। তবে সার্বিক পরিচালনার দায়িত্বে থাকবেন ব্যবস্থাপনা পরিচালক।
এসকেডি/বিএ/আরআইপি