বার্সার হয়ে সবকিছু জিততে চান ভালভার্দে


প্রকাশিত: ০৭:২৪ এএম, ০৫ জুন ২০১৭

সদ্য শেষ হওয়া মৌসুমটা খুব ভালো কাটেনি মেসি-নেইমার-সুয়ারেজদের বার্সার। রিয়ালের কাছে হারিয়েছে লা লিগার শিরোপা। ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই থেকে বিদায় নিয়েছে শেষ আটে জুভেন্টাসের কাছে হেরে। সাফল্য বলতে শুধু কোপা দেল রের শিরোপা। তবে বার্সার দায়িত্ব নিয়েই নতুন কোচ ভালভার্দে জানিয়ে দিলেন বার্সার হয়ে সব শিরোপা চান।

বার্সা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভালভার্দে বলেন, ‘আগামী মৌসুমে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি খেলা জিততে চাই। জিততে চাই প্রত্যেকটি খেতাব। এটাই আমার ইচ্ছা। তবে এই স্বপ্নকে বাস্তবায়ন করতে সবার সর্বাত্মক সাহায্য প্রয়োজন।’

এদিকে জিদানের অধীনে দুর্দান্ত ছন্দে আছে রিয়াল। সদ্য শেষ হওয়া মৌসুমে স্পেন ও ইউরোপের শ্রেষ্ঠত্ব আদায় করেছে রিয়াল মাদ্রিদ। তাই আগামী মৌসুমে সাফল্য পেতে মেসি-নেইমারদের লড়াই করতে হবে রোনালদো-বেলদের সঙ্গেই।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।