কার্ডিফের স্মৃতি ফিরিয়ে আনতে পারবেন মাশরাফিরা!


প্রকাশিত: ০৩:৫১ পিএম, ০৪ জুন ২০১৭

অস্ট্রেলিয়া দল তখন দারুণ ফর্মে। রিকি পন্টিং, ম্যাথু হেইডেন, অ্যাডাম গিলক্রিস্ট, মাইক হাসি, জ্যাসন গিলেস্পির মতো তারকা ক্রিকেটাররা ছিলেন একাদশে। কার্ডিফে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার সেই দলটির মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরির সুবাদে ম্যাচটিতে টাইগাররা জয় পেয়েছিলেন ৫ উইকেটে।

২০০৫ সালে ইংল্যান্ডের মাটিতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম এবং একমাত্র জয়টি পেয়েছিল বাংলাদেশ। এবারও সেই ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে মাশরাফির দল। যদিও সেবার ভেন্যু ছিল কার্ডিফের সোফিয়া গার্ডেন।

এবার ভেন্যু লন্ডনের কেনিংটন ওভাল। সোমবার বিকাল সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি। এবারও কী বাংলাদেশ পারবে কার্ডিফের সেই স্মৃতি ফিরিয়ে আনতে? এমন প্রশ্নই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে।

বাংলাদেশ দল ওয়ানডে ক্রিকেটে এখন উন্নতি করেছে। বড় দলগুলোর সমীহ আদায় করে নিতে সক্ষম হয়েছে মাশরাফি বাহিনী। মাশরাফিরা এবার কী পারবে অস্ট্রেলিয়াকে বুঝিয়ে দিতে যে, তোমরা আমাদের যত ছোট মনে কর, এখন আর আমরা তত ছোট নই!

MJP

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উঠে আসল সেই কার্ডিফের ঐতিহাসিক জয়। মাশরাফির কাছে জানতে চাওয়া হয়, বিশেষ কোনো স্মৃতি আছে কি না। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার শুধু মনে আছে গিলক্রিস্টকে (০) আউট করেছিলাম। সেই রাতে আমরা লিমুজিন চালিয়েছিলাম- এটাও মনে আছে। ওই দলের একমাত্র খেলোয়াড় আমিই এবার খেলছি।’

কার্ডিফের স্মৃতি ফিরিয়ে আনতে চাইবেন টাইগাররা। সেজন্য নিজেদের সেরাটা উজাড় করে দেয়ার কথাই জানালেন মাশরাফি, ‘হ্যাঁ, কার্ডিফ! ১২ বছর আগের ঘটনা। অনেক স্মরণীয় স্মৃতি রয়েছে আমাদের। তবে আগামীকাল (সোমবার) নতুন দিন। নতুন ম্যাচ। দুই দলেই এসেছে অনেক পরিবর্তন। আগামীকাল সেরা একটি দলের (অস্ট্রেলিয়া) বিপক্ষেই মাঠে নামব আমরা। আত্মবিশ্বাস নিয়ে অসিদের বিপক্ষে খেলব। সেরাটাই উজাড় করে দিতে চাই।’

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।