গাজীপুর সিটি কর্পোরেশন ভবনে ভাঙচুর : আহত ১০


প্রকাশিত: ০৯:১৬ এএম, ১৩ মে ২০১৫

গাজীপুরে সরকারদলীয় দুই ঠিকাদারের অভ্যন্তরীণ দ্বন্দ্বে নিজেদের মধ্যে মারামারি ও সিটি কর্পোরেশন ভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মারামারি থামাতে গিয়ে কাউন্সিলর মো. জান্নাতুর রহমান, শওকত আলম, মহিলা কাউন্সিলর আয়েশা খাতুন ও দুই ঠিকাদারসহ অন্তত ১০জন আহত হয়েছেন।

সিটি কাউন্সিলর আজিজুর রহমান শিরিশ ও শওকত আলম জানান, বেলা ১১টার দিকে নগর ভবনের ৩য় তলায় ঠিকাদার জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও ঠিকাদার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিপনের মধ্যে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহজাহান রিপনকে মারধর করে। খবর পেয়ে রিপনের ভাই গাজীপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আলী লোকজন নিয়ে ঘটনাস্থলে আসে। এসময় তারা ঠিকাদার শাহজাহানকে মারধর করে।

এ খবর পেয়ে শাহজাহানের লোকজন লাঠিসোটা, লোহার রড নিয়ে নগর ভবনের এসে বিভিন্ন রুমে রিপন ও তার ভাই মো. আলীকে খুঁজতে থাকে। পরে তারা আলী ও রিপন কে মারধর করে। এক পর্যায়ে তারা সিটি কর্পোরেশন ভবনের দ্বিতীয় তলায় ২০১ নম্বর কক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আকবর হোসেনের টেবিলের কাঁচ ভাঙচুর করে। এসময় তারা নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান কাজলের কক্ষের জানালার কাঁচ, সহকারী প্রকৌশলী এসএম সামসুর রহমান, শহর পরিকল্পনাবিদ ও প্রকৌশল বিভাগের জানালার কাঁচ ও বিভিন্ন স্থানে থাকা ফুলের টব ভাঙচুর করে। মারামারি থামাতে গিয়ে ওই তিন কাউন্সিলর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে ঠিকাদার রিপন ও আলী দাবি করেন, তারা শাহজাহানের নিকট ৪লাখ ১৭ হাজার টাকা পান। এছাড়া মঙ্গলবার সিটি কর্পোরেশনের দুই ও তিন নম্বর জোনের সিডিউল ক্রয় করেন। পাওনা টাকা চাইতে গেলে এবং সিডিউর কেনার কারণে শাহজাহানের লোকজন তাদের মারধর করেছে।

এ ব্যাপারে ঠিকাদার শাহজাহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। খবর পেয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ টঙ্গী থেকে নগর ভবনে ছুটে আসেন। তিনি জানান, দুই ঠিকাদারের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মুহাম্মদ হারুন অর রশীদ পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের জানান, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে।

মো. আমিনুল ইসলাম/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।