চ্যাম্পিয়ন্স লিগে গোলের রেকর্ড গড়লো রিয়াল


প্রকাশিত: ১০:০৯ পিএম, ০৩ জুন ২০১৭

অবিশ্বাস্য! অসাধারণ!! কী বিশেষণে বিশেষায়িত করা যায় একে? চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অনন্য নজির স্থাপন করলো রিয়াল মাদ্রিদ। জুভেন্তাসের বিপক্ষে ২০ মিনিটে প্রথম গোল করেই চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে ৫০০তম গোলের বিরল রেকর্ড সৃষ্টি করলো লজ ব্লাঙ্কোজরা।

২০ মিনিটে জিয়ানলুইজি বুফনকে পরাস্ত করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন রোনালদো। এই গোলের সঙ্গে সঙ্গেই চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে মাইলফলকটি স্পর্শ করলো স্প্যানিশ জায়ান্টরা।

এ ক্ষেত্রে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পেছনে ফেললো রিয়াল। ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের এই আসরে রিয়াল মাদ্রিদের চেয়ে পেছনে রয়েছে বার্সাই। ৪৫৯ গোল করে কাতালানদের অবস্থান দ্বিতীয়, জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ গোল করেছে ৪১৫টি। ইংল্যান্ডের ক্লাবগুলোর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডই সবচেয়ে এগিয়ে। তারা গোল করেছে ৩৫০টি।

এ মৌসুমেই মাদ্রিদ মোট ৩৬টি গোল করেছে চ্যাম্পিয়ন্স লিগে। এর মধ্যে ১২টিই করেছেন রোনালদো। করিম বেনজেমা করেছেন ৫ গোল।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।