কোহলির আরও একটি রেকর্ড ভাঙলেন আমলা


প্রকাশিত: ০৩:১৭ পিএম, ০৩ জুন ২০১৭

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছে হাশিম আমলা। আর এ সেঞ্চুরি দিয়ে কোহলির আরও একটি রেকর্ড নিজের করে নিলেন প্রোটিয়া এই ব্যাটসম্যান।

শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার ওপেনার আমলা। আর ওই সেঞ্চুরিতে কোহলির সবচেয়ে কম ইনিংস খেলে ২৫ সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেন প্রোটিয়া এই ব্যাটসম্যান। আমলার ২৫তম সেঞ্চুরিটি এসেছে মাত্র ১৫১ ইনিংসেই। কোহলি ১৬২ ইনিংসে ২৫ সেঞ্চুরি করে রেকর্ডটি গড়েছিলেন।

কয়েক দিন আগেই ইংল্যান্ডের বিপক্ষে ৫৫ রানের যে ইনিংসটি খেলেছিলেন তাতে ভেঙেছিলেন সবচেয়ে কম ম্যাচ খেলে ৭০০০ রানে পৌঁছানোর রেকর্ড। সেটিও ছিল কোহলির।

cheer

এর আগে সবচেয়ে কম ইনিংসে ৬ হাজার রান করেও কোহলির রেকর্ড ভেঙেছিলেন আমলা। আগে দ্রুততম ৫ হাজার রানের রেকর্ড যৌথভাবে ছিল কোহলি ও ভিভ রিচার্ডসের। ওই রেকর্ডটিও নিজের করে নেন আমলা।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।