গেইলদের দলের নাম আর ‘ওয়েস্ট ইন্ডিজ’ থাকল না


প্রকাশিত: ০৩:২৪ পিএম, ০২ জুন ২০১৭

ওয়ানডে বিশ্বকাপে প্রথম দুবার চ্যাম্পিয়ন হয়েছিল কোন দল? উত্তর- ওয়েস্ট ইন্ডিজ। ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন কোন দল? জবাব- ওয়েস্ট ইন্ডিজ। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেনি কোন দল? নাম তার ওয়েস্ট ইন্ডিজ।

টি-টোয়েন্টি ফেরিওয়ালা গেইল আর টেস্টের এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ৪০০* রানের ইনিংস খেলা ব্রায়েন লারার দলের নাম কি? ওয়েস্ট ইন্ডিজ। এভাবে ক্রিকেটের বিভিন্ন ক্ষেত্রেই জড়িয়ে আছে ‘ওয়েস্ট ইন্ডিজের’ নাম।

গেইল-ব্রাভোদের দলের নাম আর ‘ওয়েস্ট ইন্ডিজ’ থাকল না। নিজেদের ৯১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন নাম দেয়া হলো ‘উইন্ডিজ’। তাই ওয়েস্ট ইন্ডিজ এখন থেকে অফিসিয়ালি হয়ে গেল `উইন্ডিজ`। 

এছাড়া বোর্ডের নামেও আনা হলো পরিবর্তন। ‘দ্য ক্রিকেট বোর্ড ফর ওয়েস্ট ইন্ডিজ’ নাম বদল করে নামকরণ করা হয়েছে ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ’। ক্যারিবিয়ান বোর্ডের নতুন প্রধান নির্বাহী জনি গ্রেভ ঘোষণা দিয়েছেন এমনটাই।

এক বিবৃতিতে জনি গ্রেভ বলেন, ‘আমরা বহুদিন ধরেই অনেকগুলো পার্টনারদের সঙ্গে একত্রে কাজ করে আসছি। অনেকেই ক্রিকেটের সঙ্গে জড়িত আছি। সবারই লক্ষ্য- আঞ্চলিক পর্যায়ে ত্রিকেটের মান আরও উন্নত করা। আগামী বছরগুলোতে সেই লক্ষ্যেই এগিয়ে যেতে চাই। আমাদের নতুন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। মেয়াদ ২০১৮-২০২৩। দলের নাম রাখা হয়েছে উইন্ডিজ। ক্যারিবিয়ান দ্বীপগুলোর প্রতিনিধিত্ব করবে দলটি।’

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।