‘ক্যাচ নিয়ে নিশ্চিত ছিলেন তামিম’


প্রকাশিত: ০৬:০২ এএম, ০২ জুন ২০১৭

জয়ের জন্য তখনো ইংল্যান্ডের প্রয়োজন ৮৬ বলে ১০২ রানের। মাশরাফির করা ৩৬তম ওভারের চতুর্থ বলটি উড়িয়ে মারলেন মরগান। লং অনে অনেকটা ঝাপিয়ে পড়ে দুর্দান্তভাবে লুফে নেন তামিম। ক্যাচটা ধরে তামিম নিজেই নিশ্চিত করেছিলেন আউট। তবে আম্পায়ার সুন্দরম রবি সফট সিগন্যাল দেন `নট আউট`।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘তামিম পুরোপুরি নিশ্চিত ছিল যে ওটা ক্যাচ হয়েছে। কিন্তু আম্পায়াররা হয়তো আরও ভালো দেখেছে। তবে মাঠে যে ফিল্ডার থাকে, তার মত অনেক গুরুত্বপূর্ণ। সে এখনও পর্যন্ত আত্মবিশ্বাসী যে ওটা ক্যাচ ছিল। সিদ্ধান্তটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে কিনা জানি না। যেহেতু ফিল্ডার বলছিল, সেক্ষেত্রে আরও ক্লোজ করে দেখলে হয়ত আরও ভালো বোঝা যেত।’

তখনও ওভার প্রতি প্রায় সাত করে রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের। আর ওই সময় মরগান আউট হলে বাংলাদেশের সম্ভাবনা টিকে থাকতো মনে করে মাশরাফি আরও বলেন, ‘ওভার প্রতি তখন সাত করে লাগত। একটি উইকেট পড়লে, তখন কিছু ডট বল হতো। হয়তো রান তখন ওভারপ্রতি ৮-৯ লাগত, চাপে উইকেট পড়তে পারত। অবশ্যই আমরা ভালো বল করিনি। তবে ওই সময় মরগান আউট হলে হতে পারতো অনেক কিছুই।’

cheer

শেষ পর্যন্ত ১৪৩ রানের অবিচ্ছিন্য জুটি গড়ে ইংল্যান্ডকে দারুণ এক জয় এনে দেন জো রুট- ইয়ন মরগান। মরগান ৬১ বলে আট চার ও দুই ছয়ে ৭৫ রানে অপরাজিত থাকেন।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।