মাশরাফির অন্যরকম ‘সেঞ্চুরি’


প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ০১ জুন ২০১৭

মাশরাফির করা অফ স্টাম্পের অনেক বাইরের বল স্কুপ করার চেষ্টায় শর্ট ফাইন লেগে মোস্তাফিজুর রহমানের অসাধারণ এক ক্যাচে পরিণত হলেন জেসন রয়। আর এতেই নতুন এক মাইলফলক স্পর্শ করলেন টাইগার অধিনায়ক। বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে শততম উইকেটশিকারি হলেন নড়াইল এক্সপ্রেস। 

এ তালিকায় মাশরাফির পরই আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি নিয়েছেন ৮৭ উইকেট। আর ৮৫ উইকেট নিয়ে সাকিবের পরের অবস্থান আরেক বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাকের।

উল্লেখ্য, ২০০১ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় মাশরাফির। বারবার ইনজুরির ছোবলে মাঠের বাইরে গিয়েছেন তবে আবার ফিরেছেন। আর মাশরাফির শক্তি হয়েছে ভক্ত সমর্থকদের ভালোবাসা।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।