শতরানের জুটিতে এগিয়ে যাচ্ছে ইংল্যান্ড


প্রকাশিত: ০৩:১১ পিএম, ০১ জুন ২০১৭

শুরতেই জেসন রয়ের বিদায়ের পর স্বপ্ন দেখতে শুরু করেছিল বাংলাদেশি সমর্থকরা। তবে দ্বিতীয় উইকেটে শতরানের জুটি গড়ে স্বাগতিকদের এগিয়ে নিয়ে যাচ্ছে অ্যালেক্স হেলস ও জো রুট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১১১ রান। অ্যালেক্স হেলস ৫৯ ও জো রুট ৪৭ রান নিয়ে ব্যাট করছেন।

কেনিংটন ওভালে বাংলাদেশের দেওয়া ৩০৬ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ৬ রানেই সাজঘরে ফিরে যান রয়। মাশরাফির করা অফ স্টাম্পের অনেক বাইরের বল স্কুপ করার চেষ্টায় শর্ট ফাইন লেগে মুস্তাফিজুর রহমানের অসাধারণ এক ক্যাচে পরিণত হন জেসন রয়।

cheer-up

দ্রুত উইকেটে হারিয়ে আর কোন ঝুঁকি না নিয়ে হেলস ও রুট দ্রুত গতিতে রান তুলে দলকে ভালো অবস্থানে নিয়ে যাচ্ছেন। মাশরাফি, মোস্তাফিজ, রুবেলদের দেখে শুনে খেলে ওপেনার হেলস এরই মধ্যে তুলে নিয়েছেন তার নবম অর্ধশত। আর রুটও সে পথে ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবালের সেঞ্চুরি মুশফিকের হাফসেঞ্চুরির উপর ভর করে ৩০৫ রান সংগ্রহ করে টাইগাররা।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।