বাংলাদেশের জন্য ‘বিপদ’ হতে পারেন স্টোকস


প্রকাশিত: ০৮:৪৬ এএম, ০১ জুন ২০১৭

আইপিএলে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন। ইনজুরি কাটিয়ে ফিরেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওই সিরিজেও আবার চোট পেয়ে বসে বেন স্টোকসকে। তবে ইনজুরি খুব একটা মারাত্মক নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আসরে তাকে পাচ্ছে ইংল্যান্ড।

ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান জানিয়েছেন, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন স্টোকস। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার কথা তার। বলার অপেক্ষা রাখে না যে, অলরাউন্ডার স্টোকস ফেরায় স্বস্তি বিরাজ করছে ইংলিশ শিবিরে।

মরগান বলেন, ‘স্টোকস খেলতে পারছে বলে আমি খুশি। দারুণ ফর্মে আছে সে। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেছিল সে। শুধু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারে। কিন্তু কমপক্ষে ৫ ওভার বোলিং করে থাকে সে। স্টোকসকে খুবই দরকার।’

আইপিএলে দারুণ ছন্দে ছিলেন বেন স্টোকস। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করেছেন রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে। প্রথমবারের মতো আইপিএলে অংশ নেয়া এই ইংলিশ ক্রিকেটার পেয়েছিলেন সেঞ্চুরির দেখাও। গুজরাট লায়ন্সের বিপক্ষে ১০৩* রানের ঝড়ো ইংনিস খেলেছিলেন।

cheer-up

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলেছেন দুটিতে। প্রথম ম্যাচে ব্যাট করেছেন ২৫ রান; বল হাতে দুই ওভারে ১৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে খেলেছেন ১০১ রানের ইনিংস; বল হাতে ৩ ওভারে ১২ দিয়ে নিয়েছেন ১ উইকেট।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছে ২০১৬ সালে। তিন ম্যাচের ওই সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ হেরেছিল স্টোকসের অলরাউন্ড পারফরম্যান্সের কারণে। বল হাতে ৫ ওভারে ২৪ রান দিয়েছে একটি উইকেট নিয়েছিলেন। ব্যাট হাতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৪৭ রানে অপরাজিত ছিলেন তিনি। ম্যাচ সেরাও হন স্টোকস।

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড। এই ম্যাচে খেলার সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে চাইবেন স্টোকস। অলরাউন্ডার স্টোকস হতে পারেন বাংলাদেশের ‘বিপদের কারণ’। সেটা হতে দেবেন কি মাশরাফি-সাকিব-মোস্তাফিজরা? বিপদ সীমা এড়িয়ে যেতে দ্রুত ফেরাতে চাইবেন স্টোকসকে। আবার বোলার স্টোকসকেও রাখতে চাইবেন উইকেটশূন্য। দেখা যাক, কী হয়!

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।