মোস্তাফিজকে নিয়ে ইংল্যান্ডকে সতর্ক করল সাসেক্স!


প্রকাশিত: ০৬:০৪ এএম, ০১ জুন ২০১৭

সাসেক্সের হয়ে কাউন্টি অভিষেকে নিজের জাত চিনিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। এসেক্সের বিপক্ষে বল হাতে ঝড় তুলেছিলেন তিনি। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের ওই ম্যাচে ৪ ওভার বোলিং করে ২৩ রান দিয়ে ৪টি উইকেট তুলে নিয়েছিলেন। ম্যাচ সেরার পুরস্কারও জিতেছিলেন ‘দ্য ফিজের’ হাতে।

আইপিএলের নবম আসরে ইনজুরিতে পড়েছিলেন মোস্তাফিজ। বেশ কিছুদিন বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়ার পর ঝুঁকি নিয়েই সাসেক্সে খেলতে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে গিয়েই মারাত্মক ইনজুরিতে পড়েন ফিজ। কাঁধের পুরনো ব্যথা নতুন করে দেখা দিয়েছিল। এমনকি অস্ত্রোপচার পর্যন্ত করতে হয়েছিল মোস্তাফিজের কাঁধে।

দুঃস্বপ্নের এক সফর শেষে মাঠে ফিরতে ছয় মাসের মতো সময় লেগেছে। মাঠে ফিরলেও পুরনো সেই ছন্দে ফিরতে আর সময় লেগেছে বেশ। কাটার মাস্টার এখন ছন্দেই আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগে মোস্তাফিজকে নিয়ে তাই ইংল্যান্ডকে সতর্ক করল সাসেক্স!

MJP

এটা বলার অপেক্ষা রাখে না যে, মোস্তাফিজের কাটার-স্লোয়ার-ইয়র্কারের মেশালে বারুদে বোলিংয়ের সামনে কঠিন পরীক্ষায়ই দিতে হবে ইংলিশদের। সেটাই বোধ হয় স্বাগতিকদের স্মরণ করিয়ে দিল সাসেক্স। এই সতর্কবার্তা কানে পৌঁছাতে পারে মরগান-স্টোকসদেরও। মোস্তাফিজকে সাবধানেই মোকাবেলা করবেন তারা।

বুধবার সাসেক্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু আগামীকাল (বৃহস্পতিবার)। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। মোস্তাফিজুর রহমানের মুখোমুখি হচ্ছে ইংলিশরা। মোস্তাফিজ বল হাতে ত্রাস ছড়াতে পারে।’

এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।