পশ্চিমবঙ্গে চলন্ত ট্রেনে বিস্ফোরণ


প্রকাশিত: ০৪:০৩ এএম, ১২ মে ২০১৫

পশ্চিমবঙ্গের উত্তরচব্বিশ পরগনায় চলন্ত ট্রেনে বিস্ফেরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজন। মঙ্গলবার ভোর ৪টা জেলার টিটাগড় ও ব্যারাকপুর রেল স্টেশনের মধ্যে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাত ৩ টা ২৫ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে আপ ৩১৮১৮ কৃষ্ণনগর লোকাল। ভোর ৪টা নাগাদ ট্রেনটি ব্যারাকপুর স্টেশনে ঢোকার মুখে হঠাৎ এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরনের পরই কামরাটি ঘন ধোঁয়ায় ঢেকে যায়। এসময় হুড়োহুড়ি যাত্রীরা নামতে গিয়ে আহত হয়। অনেকেই চলন্ত ট্রেন থেকেই প্রাণে বাঁচতে নিচে ঝাঁপ দেয়। আহতদের প্রথমে ব্যারাকপুরের বি এন বোস হাসপাতালে, পরে কলকাতার আর জি কর এবং বি আর সিং রেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

শিয়ালদহ বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) জয়া বর্মা সিনহা বলেন, ভোর ৪টা নাগাদ একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত ২৫ যাত্রী আহত হয়েছে। রেল পুলিশ ও রাজ্য পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে বিস্ফোরণের পর বেশ কিছুক্ষণ রেল চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।  

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।