৫ সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিলে দুদকের সুপারিশ
৫ সচিবের ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার বিকেলে কমিশনে প্রতিবেদনটি দাখিল করা হয়।
তিন সচিব হলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের (ওএসডি) সচিব কেএইচ মাসুদ সিদ্দিকী, একই মন্ত্রণালয় থেকে ওএসডি হওয়া যুগ্ম-সচিব আবুল কাসেম তালুকদার, পাবলিক সার্ভিস কমিশনের সচিব একেএম আমির হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব নিয়াজউদ্দিন মিঞা ও প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান।
এ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, মঙ্গলবার বিকেল প্রতিবেদনটি দাখিল করা হয়েছে। তবে বিষয়টি এও চূড়ান্ত করা হয়নি।