৫ সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিলে দুদকের সুপারিশ


প্রকাশিত: ০২:০৪ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৪

৫ সচিবের ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার বিকেলে কমিশনে প্রতিবেদনটি দাখিল করা হয়।

তিন সচিব হলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের (ওএসডি) সচিব কেএইচ মাসুদ সিদ্দিকী, একই মন্ত্রণালয় থেকে ওএসডি হওয়া যুগ্ম-সচিব আবুল কাসেম তালুকদার, পাবলিক সার্ভিস কমিশনের সচিব একেএম আমির হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব নিয়াজউদ্দিন মিঞা ও প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান।

এ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, মঙ্গলবার বিকেল প্রতিবেদনটি দাখিল করা হয়েছে। তবে বিষয়টি এও চূড়ান্ত করা হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।