যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-ভারত ম্যাচ


প্রকাশিত: ০৫:১২ এএম, ৩০ মে ২০১৭

চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বে মাঠে নামার আগে নিজেদের শেষ বারের মত ঝালিয়ে নিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩ টা ৩০ মিনিটে।

এদিকে বাংলাদেশি সমর্থকদের জন্য সুসংবাদ হল ভারতের বিপক্ষে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টিভি চ্যানেল স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার এইচডি ওয়ান, স্টার এইচডি থ্রি।এছাড়া অনলাইনে হটস্টারেও ম্যাচটি দেখা যাবে।

এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে তামিমের ঝড়ো সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে ৩৪১ রান করে বাংলাদেশ। তবে ফাহিম আশরাফের ব্যাটে ৩ বল বাকি থাকতেই ২ উইকেটের নাটকীয় জয় তুলে নেয় পাকিস্তান।

তাই চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে ভারতের বিপক্ষে জয় টাইগারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে `এ` গ্রুপে রয়েছে বাংলাদেশ। টাইগারদের সঙ্গী ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।