বিশ্বকাপ শেষ সুয়ারেজের, ৯ ম্যাচ নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২১ এএম, ২৭ জুন ২০১৪

বিশ্বকাপ ফুটবলে প্রতিপক্ষ দলের খেলোয়ারকে কামড় দেওয়ার অপরাধে উরুগুয়ের খেলোয়ার লুইস সুয়ারেজকে ৯ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

ফিফার পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, ফুটবল সংক্রান্ত সকল কার্যক্রমে সুয়ারেজ চার মাস নিষিদ্ধ থাকবেন। তিনি নয়টি আন্তর্জাতিক ম্যাচে খেলতে পারবেন না। খবর বিবিসির।

গত মঙ্গলবার \\`ডি\\` গ্রুপের শেষ ম্যাচে ইতালির ডিফেন্ডার  গিয়র্গিও কিয়েলিনির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন উরুগুয়ের স্টাইকার সুয়ারেজ। এক পর্যায়ে গিয়র্গিওর কাঁধে কামড় বসিয়ে দেন তিনি।

এ ব্যাপারে রেফারি তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেননি। পরে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

এদিকে, ফিফার এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।