মেসির থেকে আরও পাওয়ার আছে : এনরিক


প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২৮ মে ২০১৭

বার্সেলোনার কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। কাতালান ক্লাবটির হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন লুইস এনরিক। কোপা দেল রের ফাইনালটাই ছিল শেষ ম্যাচ। ওই ম্যাচে আলাভেসকে ৩-১ গোলে পরাস্ত করে টুর্নামেন্টটির শিরোপা জিতেছে বার্সা। বিদায়টা রাঙালেন এনরিক।

বার্সার ডাগআউটে তাকে আর দেখা যাবে না এনরিককে। তবে বিদায় বেলায় বার্সা প্রাণভোমরা লিওনেল মেসির উচ্ছ্বসিত প্রশংসা করলেন এনরিক। তাকে বিশ্বসেরা ফুটবলারই বললেন। পাশাপাশি জানালেন, মেসির থেকে আরও পাওয়ার আছে বার্সার।

মেসির প্রশংসায় এনরিক বলেন, ‘মেসি বুদ্ধিমান একজন ফুটবলার। যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। আমি খুবই ভাগ্যবান যে, একজন সেরার সঙ্গে থেকে উপভোগ করতে পেরেছি। তার গুণ ভাষায় প্রকাশ করা যায় না।’

বিদায় বেলায় বার্সাকে মেসির যত্ন নেয়ার কথা জানালেন এনরিক, ‘মেসিই নম্বর ওয়ান, এতে কোনো সন্দেহ নেই। তার মতো হতে হলে সবদিকেই নিয়ন্ত্রণ থাকতে হবে আপনাকে। শারীরিকভাবেও হতে হবে শক্তিশালী। নিজের যথাযথ যত্ন নিচ্ছে সে। মেসির থেকে আর পাওয়ার আছে।’

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।