৬৭ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করলেন মেসি


প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৮ মে ২০১৭

কোপা দেল রের ফাইনালে আলাভেসকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা। এটা বার্সার টানা তিনটি কোপা দেল রের ট্রফি। ওই ম্যাচে বার্সার হয়ে প্রথম গোলটি করেন লিওনেল মেসি। আর এই গোলটিই তাকে আসীন করে অনন্য উচ্চতায়। ৬৭ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করলেন মেসি।

কী সেই রেকর্ড? কোপা দেল রের চারটি ফাইনালে গোল করলেন মেসি। এর আগে প্রথমবারের মতো রেকর্ডটি গড়েছিলেন তেলমো জারা। ১৯৫০ সালে কোপা দেল রের চারটি ভিন্ন ফাইনালে প্রতিপক্ষের জাল কাঁপান এই স্প্যানিশ কিংবদন্তি।

এদিকে এই ম্যাচে নেইমারও গড়েন একটি রেকর্ড। টানা তিন কোপা ডেল রে ফাইনালে গোলের দেখা পেয়েছেন এই ব্রাজিলিয়ান। তিনি স্পর্শ করেছেন পুসকাসের রেকর্ড। ১৯৬০ থেকে ১৯৬২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে টানা তিন মৌসুমে কোপা ডেল রে ফাইনালে গোল করেছিলেন বিশ্বখ্যাত হাঙ্গেরিয়ান এ ফুটবলার।

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।