আমলাকে দেখে দাড়ি রাখা শুরু করেন আলিম দার


প্রকাশিত: ০২:২৮ পিএম, ২৮ মে ২০১৭

মুখে লম্বা দাড়ি নিয়ে দিব্যি ক্রিকেট খেলে যাচ্ছেন হাশিম আমলা। দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমে একজন নম্রভদ্র ব্যক্তি হিসেবেই পরিচিত তিনি। এবার আলিম দারকে দাড়ি রাখতে অনুপ্রাণিত করেছেন ধর্মপ্রাণ এই মুসলিম ক্রিকেটার। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছেন পাকিস্তানি আম্পায়ার আলিম দার।

দীর্ঘ দিন ধরেই ক্লিন সেভ করেই আম্পায়ারিং করতেন আলিম দার। হঠাৎ মুখে দাড়ি রেখে দর্শকের সামনে হাজির তিনি। অনেকেই চমকে যান! পাকিস্তানের বেশ কয়েকজন নামিদামি ক্রিকেটারও এভাবে হাজির হয়েছিলেন। বিশেষ করে সাঈদ আনোয়ার, সাকলায়েন মোস্তাক, মোস্তাক আহমেদ, মোহাম্মদ ইউসুফ, ইনজামাম-উল-হক। সর্বশেষ মিসবাহ-উল-হককেও দেখা গেছে দাড়ি রাখতে।

দাড়ি রাখার রহস্য নিয়ে আলিম দার বলেন, ‘একবার হাশিম আমলার সঙ্গে দেখা হয়। সে আমাকে বলল দাড়ি রাখতে। কারণ দাড়ি রাখা আমাদের মহানবী মুহাম্মদের (সা:) সুন্নত। আমি আমলার মাধ্যমে অনুপ্রাণিত হই এবং দাড়ি রাখি। নিয়মিত নামাজ পড়ছি। দাড়ি রেখে আমি এখন খুশি।’

বিশ্বের অন্যতম সফল আম্পায়ার আলিম দার। ধারাবাহিকও। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার তিনি। ১১১টি টেস্ট ম্যাচ পরিচালনা করেছেন। আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন ১৮৩টি ওয়ানডেতে। টি-টোয়েন্টি পরিচালনা করেছেন ৪১টি।

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।