মামলা থেকে অব্যাহতি পেলেন জয়ললিতা
তামিলনাডুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতাসহ পাঁচ জনকে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছেন কর্নাটক হাইকোর্ট। সোমবার আয়ের সঙ্গে সঙ্গতিহীন মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তারা।
সোমবার সকালে কর্নাটক হাইকোর্ট জয়ললিতাসহ অন্য পাঁচ জনের শাস্তিও মওকুফ করেন। এ রায় শোনার পর আদালত চত্বরেই আনন্দে মেতে উঠেন জয়ললিতার সমর্থকরা।
প্রায় ২০ বছর ধরে চলছিল এই মামলা। সেপ্টেম্বরে জয়ললিতাসহ চারজনকে দোষী সাব্যস্ত করে বেঙ্গালুরের বিশেষ আদালত। ১০০ কোটি টাকা জরিমানাসহ চার বছরের জেল সাজা হয় জয়ললিতার। বাকিদের ১০ কোটি টাকা করে জরিমানা হয়।
এরপর সুপ্রিম কোর্ট জয়ললিতার অর্ন্তবর্তী জামিন মঞ্জুর করে। অপরদিকে বিশেষ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন জয়ললিতা। তিন মাসের মধ্যে আপিল মামলার রায় দিতে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট।
সেই সময়সীমা শেষ হওয়ার একদিন আগেই রায় দিল কর্নাটক হাইকোর্ট। রায়ে বেকসুর খালাস হয়েছে পাঁচজনকেই। এরপর আর নির্বাচনী লড়াইয়ে নামতে বাধা রইল না জয়ললিতার।
এসএইচএস/এআরএস/এমএস