জার্মান কাপের শিরোপা ডর্টমুন্ডের


প্রকাশিত: ০৬:২৬ এএম, ২৮ মে ২০১৭

অবশেষে জার্মান কাপের শিরোপার দেখা পেল বরুসিয়া ডর্টমুন্ড। টানা তিন বছর ফাইনালে গিয়ে হারের আক্ষেপ কাটিয়ে শিরোপার দেখা পেল ডর্টমুন্ড। শনিবার শিরোপা জয়ের লড়াইয়ে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ২-১ গোলে হারায় বরুসিয়া ডর্টমুন্ড।

এইনট্রাখটের বিপক্ষে ফেবারিট হিসেবেই খেলতে নামে বরুসিয়া। ম্যাচ শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে একের প এক আক্রমণে প্রতিপক্ষ শিবিরকে ব্যতিব্যস্ত করে রাখে অবামেয়াং-রিউস-ডেম্বেলেরা। এরই ধারাবাহিকতায় ম্যাচের অষ্টম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন ডেম্বেলে। তবে ম্যাচের ২৯ মিনিটে অ্যান্তে রাবিকের গোলে সমতায় ফেরে এইনট্রাখট।

german-cup

বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠা বরুসিয়া ম্যাচের ৬৭ মিনিটে এগিয়ে যায়। পেনাল্টি থেকে মৌসুমে নিজের ৪০তম গোল করেন এমেরিক অবামেয়াং। বাকি সময় আর গোল না হলে জয়ের আনন্দে মাঠ ছাড়ে ডর্টমুন্ড।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।