এমন ম্যাচেও দক্ষিণ আফ্রিকার হার!


প্রকাশিত: ০৫:৩৭ এএম, ২৮ মে ২০১৭

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ৭ রান। হাতে আছে ৫ উইকেট। আর ক্রিজে কিলার খ্যাত মিলার আর ক্রিস মরিস। তবে মার্ক উডের করা ওভারে ৪ রানের বেশি নিতে পারলেন না প্রোটিয়া দুই ব্যাটসম্যান। ফলে ইংল্যান্ডের করা ৩৩০ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ৩২৮ রানে। ২ রানের নাটকীয় হারের সঙ্গে সিরিজের হারের স্বাদ পেল ডি ভিলিয়ার্সের দল।

ইংল্যান্ডের দেওয়া ৩৩০ রানের বিশাল লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করেছিল দক্ষিণ আফ্রিকা। ৫৬ রানের উদ্বোধনী জুটিতে জয়ের আভাসই ছিল। ওপেনার হাশিম আমলা ও পরে ফাফ ডু প্লেসিস ফিরলেও দলকে এগিয়ে নিচ্ছিলেন কুইন্টন ডি কক। তৃতীয় উইকেটে অধিনায়ক ডি ভিলিয়ার্সের সঙ্গে মিলে ৮৬ রানের জুটি গড়েন। ৫০ বলে ৫২ রান করে ডি ভিলিয়ার্স আউট হয়ে ফিরলে সেঞ্চুরি থেকে মাত্র দুই রান পিছনে থেকে আউট হন ডি কক।

তবে ম্যাচটি নাটকীয়তায় রূপ নেয় শেষ ওভারে। জয়ের জন্য প্রোটিয়াদের প্রয়োজন মাত্র ৭ রান। ইংলিশদের পক্ষে বল হাতে নেন মার্ক উড।সে সময়  ক্রিজে ছিলেন ডেভিড মিলার এবং ক্রিস মরিস। কিন্তু এই ম্যাচেও ‘চোকারই’ রয়ে গেল দক্ষিণ আফ্রিকা। উডের নিয়ন্ত্রিত শেষ ওভার থেকে আসে মাত্র চার রান! শেষ মেশ ৫১ বলে পাঁচটি চার আর দুটি ছয়ে ৭১ রান করে আফসোস নিয়ে মাঠ ছাড়তে হয় মিলারকে। মরিস করেছিলেন ২২ বলে তিনটি চার আর দুটি ছয়ে ৩৬ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে অলরাউন্ডার বেন স্টোকসের দুর্দান্ত সেঞ্চুরিতে ছয় উইকেটে ৩৩০ রানের বিশাল সংগ্রহ পায় ইংলিশরা। মাত্র ৭৯ বল খেলে ১১ টি চার আর তিনটি ছক্কায় ১০১ রানের কাব্যিক ইনিংস খেলেন স্টোকস। শেষ দিকে জশ বাটলার করেন ৫৩ বলে ৬৫ ও মঈন আলির ৩৩ রান বিশাল সংগ্রহের পথ খুলে দেয় স্বাগতিকদের জন্য। এছাড়াও জো রুট ৩৯ এবং অধিনায়ক ইয়ন মরগানের ব্যাট থেকে আসে ৪৫ রান।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।