শাহাদাতকে অস্ট্রেলিয়া পাঠানোর সিদ্ধান্ত


প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১০ মে ২০১৫

পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে দু’দফায় হাঁটুর ইনজুরিতে ৬ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন জাতীয় দলের পেসার শাহাদাত হোসেন রাজীব। শুধু মাঠের বাইরে নন, এখন তাকে চিকিৎসা নিতে দেশে বাইরেও যেতে হচ্ছে।

উন্নত চিকিৎসার জন্য তাকে অস্ট্রেলিয়া পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাশরাফির পায়ের অপারেশন করা অস্ট্রেলিয়ান চিকিৎসক ডেভিড ইয়াংয়ের এ্যাপোয়েনমেন্ট পেলেই শাহাদাতকে পাঠিয়ে দেওয়া হবে অস্ট্রেলিয়ায়। রোববার এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

দেবাশীষ বলেন, বিসিবি থেকে আমাদের মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে শাহাদাতকে অপারেশনের জন্য অস্ট্রেলিয়া পাঠানোর ব্যাপারে। বিসিবির সম্মতি পাওয়ার পর থেকেই আমরা অস্ট্রেলিয়ার চিকিৎসক সঙ্গে যোগাযোগের চেষ্টা করে যাচ্ছি। ওনার (ডেভিড ইয়াংয়) কাছ থেকে সময় পেলেই, বিসিবির চূড়ান্ত অনুমতি নিয়ে শাহাদাতকে অপারেশনের জন্য পাঠিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, স্ক্যান রিপোর্টে পায়ের লিগামেন্ট ও মিনিসকাসে সমস্যা দেখা দিয়েছে ২৮ বৎসর বয়সি এই বাংলাদেশি পেসারের।

## ছয় মাসের জন্য ছিটকে গেলেন শাহাদাত

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।