ইংল্যান্ডকে হারানোর স্মৃতি ভুলে যেতে চান মাশরাফি


প্রকাশিত: ০৪:০৮ এএম, ২৭ মে ২০১৭

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ। মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ডের। এই দলটির বিপক্ষে অনেক সাফল্য রয়েছে বাংলাদেশের। টানা দুই বিশ্বকাপে এই দলটিকে হারিয়েছে টাইগাররা। গত বছর ঘরের মাঠে ইংল্যান্ডকে হয়তো সিরিজ হারাতে পারেনি, তবে তাদের বিপক্ষে জয়ের স্মৃতি আছে। শুধু তাই নয়, ইংল্যান্ডকে টেস্টেও হারিয়ে দিতে পেরেছিল বাংলাদেশ ক্রিকেট দল।

এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। উদ্বোধনী ম্যাচের আগে মাশরাফি কী ভাবছেন? তার কাছে এভাবেই জানতে চাওয়া হয়েছিল আইসিসির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে। মনে করিয়ে দেয়া হয়েছে, ২ বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডকে হারিয়েই বাংলাদেশ খেলেছিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। এবারও কী তেমন কিছু প্রত্যাশা করছেন মাশরাফি? এবার কী এ গ্রুপ থেকে সেমিফাইনাল খেলতে পারবে বাংলাদেশ?

মাশরাফি সুখস্মৃতি মনে করে আত্মভোলা হতে চাইলে না। বাস্তবতাকেই আঁকড়ে ধরতে চান। প্রতিটি দিনকেই মনে করছেন ‘নতুন’। জয়ের স্মৃতি হয়তো কিছুটা অনুপ্রেরণা যোগায় এগিয়ে যাওয়ার জন্য। তবে সেটাই সব কিছু নয়। জিততে হলে দিনটাকে নিজের করেই নিতে হবে। না হয়, কোনোভাবেই সাফল্যের দেখা পাওয়া যাবে না।

এ কারণেই মাশরাফি বললেন, ‘সর্বশেষ আইসিসি প্রতিযোগিতা হয়েছে প্রায় আড়াই বছর আগে। জয় অবশ্যই আপনাকে সযোগিতা করবে। তবে আমার কাছে তেমনটি নয়। কারণ, আমার কাছে এটা সম্পূর্ণই নতুন একটা দিন, নতুন একটা ম্যাচ।’

নতুন দিনে, নতুন ম্যাচে ভালো কিছু করতে হলে কী করতে হবে তার একটা সাধারণ ফর্মুলা বলেও দিলেন মাশরাফি। তিনি বলেন, ‘আপনি যদি ভালো কিছু করতে চান, তাহলে দিনটাকে আপনার নিজের করে নিতে হবে। দিনটা আপনার হলেই কেবল, যা চাইবেন তা হতে পারে। সুতরাং, এগিয়ে যাও এবং কাজটা সঠিকভাবে করো।’

আর দিনটা যদি সত্যি সত্যি নিজের না হয়? তাহলে কী করতে হবে? ম্যাচ ছেড়ে দেবে? সেটাও নয়। মাশরাফি এর জন্যও উপায় বাতলে দিয়েছেন। তিনি বলেন, ‘যে দিনটা আপনার জন্য খারাপ দিন হয়ে যায়, তখন আপনাকে অবশ্যই প্রতিটি বিভাগে মনযোগ দিতে হবে। একটা ভালো না হলেও আরেকটাকে ভালো করে নিতে হবে। যেমন ধরুন, শেষ ম্যাচটার কথা (নিউজিল্যান্ডের বিপক্ষে)। আমরা ওই ম্যাচে অন্তত চারটা ক্যাচ ফেলে দিয়েছি (পরে ম্যাচটা জিতেছি)। বড় স্টেজে এমন কাজ করা যাবে না মোটেও। আমরা আশা করবো, বোলিং এবং ব্যাটিংয়ের মত আমাদের ফিল্ডিংটাও ভালো হবে।’

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।