বাংলাদেশকে সমীহ করছেন সরফরাজ


প্রকাশিত: ০৪:০৪ পিএম, ২৬ মে ২০১৭

গত দুই বছর ধরে দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ দল। ওয়ানডে র‌্যাংকিংয়ের উন্নতি বলছে সে কথাই। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছেন টাইগাররা। ওই জয়ের সুবাদে প্রথমবারের মতো আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে ছয়ে উঠেছে বাংলাদেশ।

চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে কথা বলেন সরফরাজ আহমেদ। সেখানে টিম বাংলাদেশের ধারাবাহিক পারফরম্যান্সের প্রশংসা করেন পাকিস্তান অধিনায়ক। আগামীকাল শনিবার প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ সমীহ করেন তিনি।

মাশরাফি-তামিমদের প্রশংসায় সরফরাজ বলেন, ‘গত দেড় বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ দুর্দান্ত পারফর্ম করছে। চ্যাম্পিয়নস ট্রফির আগে প্রস্তুতি ম্যাচটি উভয় দলের জন্যই দারুণ সুযোগ। উভয় দলই ম্যাচ জিততে চাইবে। তাই ভালো একটি প্রস্তুতি ম্যাচই হবে এটি।’

তামিম ইকবালের কথা উল্লেখ করে সরফরাজ বলেন, ‘গত কয়েক বছরে ভালো করছে তারা (বাংলাদেশ)। তামিম ইকবালের মতো ব্যাটসম্যানকে আমরা দেখব। যদি আমরা সেমিফাইনাল খেলি!’

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।