খুলনা টাইটান্সের কোচ মাহেলা জয়াবর্ধনে


প্রকাশিত: ০২:০৫ পিএম, ২৬ মে ২০১৭

শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার তিনি। অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন জাতীয় দলে। দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই। কোচ হিসেবেও প্রমাণটা দিয়েছেন সদ্য সমাপ্ত আইপিএলে। মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের ভূমিকা পালন করেছেন। মুম্বাইকে শিরোপা উপহার দিয়েছেন মাহেলা জয়াবর্ধনে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) এবার কোচের ভূমিকায় আসছেন জয়াবর্ধনে। আগামী দুই মৌসুমে খুলনা টাইটান্সের দায়িত্ব পালন করবেন তিনি। আজ শুক্রবার এমন তথ্যই জানিয়েছেন টাইটান্সের ম্যানেজিং ডিরেক্টর কাজী ইনাম আহমেদ। খবর ডেইলি মেইলের।

জয়াবর্ধনেকে প্রধান কোচ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত ইনাম আহমেদ বলেন, ‘বিপিএলের পরবর্তী দুই মৌসুমে টাইটান্সের প্রধান কোচ হয়েছেন মাহেলা জয়াবর্ধনে। আমরা তাকে পেয়েছে রোমাঞ্চিত। সম্প্রতি তার অধীনে মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে আইপিএলের শিরোপা। আমি নিশ্চিত যে, তার থেকে অনেক কিছুই আমরা শিখতে পারব। তার উপস্থিতি টুর্নামেন্টকে (বিপিএল) করবে আরও সমৃদ্ধ।’

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন জয়াবর্ধনে। গত মৌসুমে বিপিএলে খেলেছেন। ঢাকা ডায়নামাইটসের হয়ে। সেবার খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। তবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা চ্যাম্পিয়ন হয়েছিল।

আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে চলা বিপিএলে কোচ হিসেবে আসছেন জয়াবর্ধনে। খুলনা টাইটান্সে তিনি স্থলাভিষিক্ত হয়েছেন স্টুয়ার্ট ল`র। চলতি বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন ল।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।