বার্মিংহামে মাশরাফি-সাকিবরা


প্রকাশিত: ০২:৫৮ এএম, ২৬ মে ২০১৭

চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে শনিবার পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। আর সেই লক্ষ্যে আয়ারল্যান্ডের ডাবলিন থেকে ১ ঘণ্টার ভ্রমণ শেষে বৃহস্পতিবার রাতে বার্মিংহামে পৌঁছান মাশরাফি-সাকিবরা।

ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি ওয়ানডে র্যাং কিংয়ে প্রথমবারের মতো ছয়ে উঠে এসেছে বাংলাদেশ। সেই সুখ স্মৃতি নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে মাশরাফিরা। আগামী ১ জুন উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ইংল্যান্ডের প্রতিপক্ষ বাংলাদেশ। `এ` গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড ছাড়াও রয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

এদিকে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, অল-রাউন্ডার নাসির হোসেন ও পেসার শুভাশিস রায়। তবে নাসির ও শুভাশিস দেশে ফিরলেও বিকল্প উইকেটরক্ষকের প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে পেতে দলের সঙ্গে থাকবেন সোহান।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।