টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন


প্রকাশিত: ০৬:১৭ এএম, ২৫ মে ২০১৭

ডাবলিনে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদেরও অভিনন্দন জানিয়েছেন তিনি।

তিনি বলেন, আমাদের খেলোয়াড়দের দলবদ্ধভাবে খেলার মনোভাব এবং তাদের অসাধারণ নৈপুণ্য দেখে পুরো জাতি গর্বিত। ভবিষ্যতেও বাংলাদেশ ক্রিকেট দল তাদের জয়ের ধারা অব্যাহত রাখবে।

উল্লেখ্য, ডাবলিনে ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারায় টাইগাররা। দেশের বাইরে নিউজিল্যান্ডের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম জয়। এ ছাড়া এ জয়ে আইসিসির র্যাকিংয়ে ছয় নম্বরে ওঠে এসেছে বাংলাদেশ। ফলে ২০১৯ বিশ্বকাপে খেলতে বাংলাদেশকে আর বাছাই পর্ব খেলতে হবে না।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।