ম্যাচ সেরার পুরস্কার মুশফিকের


প্রকাশিত: ০৫:৫২ পিএম, ২৪ মে ২০১৭

অসাধারণ ব্যাটিং করেছেন মুশফিকুর রহীম। তামিম ইকবাল কিংবা সাব্বির রহমানের মত বড় স্কোর গড়েননি। তবে যে কার্যকর ইনিংস উপহার দিয়েছেন তিনি, তাতে বিচারকদের দৃষ্টিতে মুশফিককেই ম্যাচের সেরা বলে গণ্য হয়েছে। ম্যাচ সেরা হিসেবে ৫০০ মার্কিন ডলারও জিতে নিয়েছেন তিনি।

৪৫ বলে ৪৫ রান করেছেন মুশফিক। মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে গড়েছেন ৭২ রানের জুটি। মোস্তাফিজুর রহমান জিতেছেন পুরো সিরিজের কোয়ালিটি প্লেয়ারের পুরস্কার। তিনিও পেয়েছেন ৫০০ মার্কিন ডলার।

২৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সৌম্য সরকারের উইকেট হরিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। এরপর তামিম-সাব্বির জুটি ১৩৬ রান উপহার দিলেই বাংলাদেশের জয়ের ভিত তৈরি হয়ে যায়; কিন্তু হঠাৎকরে দ্রুত চারটি উইকেট পড়ে যাওয়ার কারণে বাংলাদেশের জয়টা সুদুর পরাহত হিসেবেই দেখা দিয়েছিল।

অবশেষে মুশফিকুর রহীম এক প্রান্ত আগলে রেখেছিলেন। পরে তার সঙ্গে যোগ দেন মাহমুদউল্লাহ রিয়াদ। দু’জন মিলে ৭২ রানের জুটি গড়ে বাংলাদেশকে অসাধারণ জয় উপহার দেন।

আইএইচএস/


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।