মাশরাফিদের উৎসাহ দিতে আজও মাঠে প্রিয়তি


প্রকাশিত: ১১:২৯ এএম, ২৪ মে ২০১৭

কথা দিয়েছিলেন। কথা রাখলেনও। ত্রিদেশীয় সিরিজ শুরুর আগেই জানিয়েছিলেন বাংলাদেশের খেলা দেখবেন। মিস আয়ারল্যান্ড খ্যাত বাংলাদেশি তরুণী মাকসুদা আক্তার প্রিয়তি দেখছেন মাশরাফিদের খেলা। বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের শেষ ম্যাচেও মাশরাফিদের উৎসাহ দিতে হাজির হন মাঠে। ফেসবুকে নিজের প্রোফাইলে আজ লিখেছেন, ‘শুভকামনা বাংলাদেশ।’

এর আগে ১৯ মে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে টাইগারদের সমর্থনে মাঠে এসেছিলেন প্রিয়তি। বর্তমানে আয়ারল্যান্ডেই স্থায়ীভাবে বসবাস করা প্রিয়তি পরেছিলেন বাংলাদেশের জার্সি।

সেদিন নিজের ফেসবুক পেজে এক ভিডিওতে প্রিয়তি বলেছিলেন, ‘আমার জার্সি দেখেই বোঝা যাচ্ছে আমি বাংলাদেশ দলকে সাপোর্ট করার জন্য মাঠে এসেছি এবং তাদের দাওয়াতেই মাঠে এসেছি। তাই আমি বাংলাদেশ দলকেই সাপোর্ট করব সবসময়। আমার আয়ারল্যান্ড দলের প্রতিও শুভকামনা আছে। তবে আজ আমি বাংলাদেশকেই সাপোর্ট করছি।’

উল্লেখ্য, এর আগে ৭০০ প্রতিযোগীকে হারিয়ে ‘মিস আয়ারল্যান্ড’ নির্বাচিত হন বাংলাদেশের মেয়ে মাকসুদা প্রিয়তি। একই সঙ্গে তিনি পান ‘সুপার মডেল’ ও ‘মিজ ফটোজেনিক’ খেতাব।

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।