অভিসংশনের ক্ষমতা সংসদে গেলে স্বাধীনতা হারাবে বিচারকরা


প্রকাশিত: ০৭:৩৪ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৪

বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে চলে গেলে বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে না বলেও মন্তব্য করেছে মানবাধিকার সংস্থা ‘অধিকার’।

আগস্ট মাসের মানবাধিকার পরিস্থিতির ওপর প্রকাশিত রিপোর্টে অধিকার জানায়, আগস্ট মাসে অন্তত সাতজন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর মধ্যে চারজন পুলিশ ও দুই জন র‌্যাবের হাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছে। এছাড়া একই সময়ে একজন সেনাবাহিনীর হেফাজতে থাকাকালে নির্যাতনের ফলে মারা যান বলে রিপোর্টে বলা হয়।

তাছাড়া একই মাসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অন্তত ছয়জন বাংলাদেশিকে হত্যা করা হয় বলে রিপোর্টে অভিযোগ করা হয়। এর মধ্যে তারা দুইজনকে গুলি করে এবং দুইজনকে নির্যাতন করে হত্যা করে। এছাড়া বিএসএফ ধাওয়া করে নদীতে ফেলে একজনকে হত্যা করে। অপর একজনকে বিএসএফ অপহরণের পরদিন তার মৃতদেহ নদীতে ভেসে ওঠে।

৫ জানুয়ারি’র বিতর্কিত নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ সর্ম্পকে জনমনে সংশয় রয়েছে দাবি করে রিপোর্টে এই সংসদে বর্তমান সরকারের একচ্ছত্র প্রাধান্য থাকায় বিচারপতিদের কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাদের স্বাধীনতা ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকবে বলেও উল্লেখ করা হয় রিপোর্টে।

রিপোর্টে দেশে রাজনৈতিক সহিংসতা অব্যাহত রয়েছে দাবি করে বলা হয়, জুলাই মাসে এ ধরনের সহিংসতায় ৬ জন নিহত এবং ৪৯৭ জন আহত হয়। এর মধ্যে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাতে দুজন নিহত হয় বলে দাবি করা হয।

রিপোর্টে ৫ জানুয়ারি’র নির্বাচনের আগে ও পরে দেশে অনেক গুমের ঘটনা ঘটেছে উল্লেখ  করে এ ধরনের ঘটনা এখনো অব্যাহতভাবে ঘটছে বলে উল্লেখ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।