বাজারে স্যামসাংয়ের নতুন পোর্টেবল হার্ডড্রাইভ


প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০৯ মে ২০১৫

নতুন পোর্টেবল হার্ডড্রাইভ নিয়ে এসেছে কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠান স্যামসাং। এসএসডি টিওয়ান মডেলের ভিন্ন ভিন্ন স্টোরেজ ক্যাপাসিটির তিনটি ড্রাইভ এখন বাজারে। ভারতের জনপ্রিয় ই-কমার্স সাইটগুলোর মাধ্যমে কিনতে পাওয়া যাবে এ হার্ডড্রাইভ।

এর মধ্যে ২৫০ জিবি হার্ডড্রাইভের মূল্য পড়বে ১৮৮ ডলার, ৫০০ জিবির মূল্য ২৮২ ডলার এবং ১ টেরাবাইট হার্ডড্রাইভের মূল্য ৫৪৮ মার্কিন ডলার। খবর এনডিটিভি।

সাধারণ হার্ডড্রাইভের তুলনায় এসএসডি মডেলের হার্ডড্রাইভগুলো সাত গুণ বেশি দ্রুতগতিসম্পন্ন। এছাড়া ড্রাইভগুলোর বাইরের কাঠামো শক্ত হওয়ায় অনেক নড়াচড়ায়ও হার্ডড্রাইভটির নষ্ট হওয়ার সম্ভাবনা কম।

ইউএসবি ৩.০ পোর্টে ৪৫০ এমবিপিএস গতিতে ডাটা ট্রান্সফারে সক্ষম। ড্রাইভগুলোর হার্ডডিস্কের ডাটা রিডিং ও রাইটিং গতি প্রতি সেকেন্ডে আট হাজার ইনপুট ও আউটপুট।

স্যামসাং ইন্ডিয়া ইলেকট্রনিকস লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আনুজ জৈন জানান, আমাদের এখন প্রচলিত স্টোরেজ ব্যবস্থার বাইরে বিকল্প কিছু নিয়ে ভাবার সময় এসেছে। ভোক্তাদের জন্য আরো চলনশীল, সক্ষম, নিরাপদ হার্ডড্রাইভ নিয়ে আসার এটিই মোক্ষম সময়।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।