আইপিএল চ্যাম্পিয়ন হতে পুনের প্রয়োজন ১৩০ রান


প্রকাশিত: ০৪:১৪ পিএম, ২১ মে ২০১৭

ফাইনাল এতটা ম্যাড়ম্যাড়ে হবে কে জানতো। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আইপিএল দশম আসরের ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে পুনের বোলারদের সাঁড়াসি আক্রমণের শিকার হলো মুম্বাই ইন্ডিয়ান্স। পুনের বোলারদের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৯ রান তুলতে সক্ষম হয়েছে রোহিত শর্মার দল। দশম আসরের শিরোপা জিততে হলে পুনেকে করতে হবে ১৩০ রান।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেকায়দায় মুম্বাই ইন্ডিয়ান্স। দলীয় ৭ রানে পার্থিব প্যাটেল, ৮ রানে হারায় লেন্ডল সিমন্সকে। ক্যারিবিয়ান এই ওপেনার গত কয়েকম্যাচই ছিলেন দারুণ অফফর্মে।

এরপর আম্বাতি রাইডু ১২ রান করে রান আউট হয়ে যান। ২২ বলে ২৪ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। একমাত্র ক্রুনাল পান্ডিয়াই যা কিছুটা প্রতিরোধ গড়তে সক্ষম হয়েছিলেন। তিনি করেন ৩৮ বলে সর্বোচ্চ ৪৭ রান।

simgad

কাইরণ পোলার্ড মাঠে নেমে শুরুতেই ছক্কা মেরে উপস্থিতি জানান দিয়েছিলেন; কিন্তু অ্যাডাম জাম্পার বলে মনোজ তিওয়ারির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। হার্দিক পান্ডিয়া করেন ১০ রান। মিচেল জনসন ১৩ রানে অপরাজিত থাকেন।

পুনের হয়ে জয়দেব উনাড়কট, অ্যাডাম জাম্পা এবং ড্যানিয়েল ক্রিশ্চিয়ান নেন ২টি করে উইকেট।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।