টিউলিপসহ ব্রিটিশ সংসদের ব্যতিক্রমী সদস্যরা


প্রকাশিত: ০২:২৯ এএম, ০৯ মে ২০১৫

গণতন্ত্রের সূতিকাগার ব্রিটেনের সংসদ নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ফল ঘোষণা হয়েছে শুক্রবার। ক্ষমতায় ক্যামেরনের কনজারভেটিভ দল থাকলেও এ নির্বাচনের ফলে ব্যাতিক্রম কিছু সদস্য পার্লামেন্টে বসতে যাচ্ছে। জেনে নেওয়া যাক তাদের সম্পর্কে :

মাড়ি ব্ল্যাক
মাত্র ২০ বছর বয়সেই ব্রিটেনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন। স্কটিশ ন্যাশনাল পার্টির মাড়ি ব্ল্যাক ৩৫০ বছরের মধ্যে ব্রিটেনের সব চেয়ে কনিষ্ঠ সংসদ সদস্য হলেন। এই ২০-বছর বয়স্ক বিশ্ববিদ্যালয় ছাত্রী এখন গ্লাসগো শহরের দক্ষিণে পেইসলি এবং রেনফ্রিশায়ার নির্বাচনী আসনের প্রতিনিধি। সংসদ নির্বাচনে প্রার্থী হবার জন্য নূন্যতম বয়স ২০০৬ সালে ২১ বছর থেকে কমিয়ে ১৮ করা হয়। এর আগে সব চেয়ে কনিষ্ঠ সংসদ সদস্য ছিলেন আলবেমার্ল-এর ডিউক ক্রিস্টোফার মঙ্ক, যিনি ১৬৬৭ সালে মাত্র ১৩ বছর বয়সে হাউস অফ কমন্স-এ আসন গ্রহণ করেন। তিনি লেবার পার্টির সব চেয়ে নামী নেতাদের অন্যতম, পররাষ্ট্র বিষয়ে দলের মুখপাত্র ডগলাস আলেকজান্ডারকে পরাজিত করেন তিনি।


স্টিফেন কিনোক
স্ত্রী ডেনমার্ক-এর প্রধানন্ত্রী। ওয়েলসর এ্যাবেরাভন নির্বাচনী আসনের লেবার দলের নতুন সংসদ সদস্য স্টিফেন কিনোক হচ্ছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী হেলে থর্নিং-শ্মিড্টের স্বামী। কিনোক পরিকল্পনা করছেন তিনি প্রতি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার লন্ডনে সংসদে তার কাজ করবেন, আর সপ্তাহান্তে নির্বাচনী এলাকায় যাবেন। তাহলে তার সংসার জীবনের কী হবে? তিনি বিবিসিকে বলেন, তারা স্বামী-স্ত্রী এভাবেই জীবন কাটিয়ে অভ্যস্ত। তার বাবা নিল কিনোক ছিলেন লেবার পার্টির নেতা আর তার মা গেøনিস কিনোক ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ছিলেন।


টিউলিপ সিদ্দিক
বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক পরিবারের সদস্য। শুধু স্টিফেন কিনোক-ই কোন বিখ্যাত রাজনৈতিক পরিবারের সদস্য নন। লেবার পার্টির টিউলিপ সিদ্দিক হ্যামপস্টেড এবং কিলবার্ন নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়েছেন।


লন্ডনে জন্ম গ্রহণ করা টিউলিপ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে এবং দেশের স্থপতি শেখ মুজিবর রহমানের নাতনি। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। টিউলিপ ১৬ বছর বয়সে লেবার রাজনীতির সঙ্গে জড়িত হন এবং চারজন সংসদ সদস্যের সঙ্গে গবেষক, উপদেষ্টা ইত্যাদি ভূমিকায় কাজ করেন। টিউলিপ ২০১০ সাল থেকে চার বছর ক্যামডেন কাউন্সিলের সদস্য ছিলেন।

এ্যালান ম্যাক
কনসারভেটিভ দলের প্রার্থী এ্যালান ম্যাক ব্রিটিশ সংসদে প্রথম চীন বংশোদ্ভূত সদস্য হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। ম্যাক হচ্ছেন একজন প্রাক্তন কোম্পানি আইনজীবী যার বাবা-মা দক্ষিণ চীন থেকে ব্রিটেনে আসেন। তিনি দক্ষিণ ইংল্যান্ডের হাভান্ট নির্বাচনী আসনে অভিবাসন-বিরোধী, ইউরোপীয় ইউনিয়ন-বিরোধী ইউকে ইন্ডিপেনডেন্স পার্টির প্রার্থীকে পরাজিত করেন।


এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।