চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো খেলবো : তামিম


প্রকাশিত: ০৩:১৭ পিএম, ২১ মে ২০১৭

ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচ দিয়ে আগামী মাসে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এর আগে ত্রিদেশীয় সিরিজ দিয়ে নিজেদের ঝালিয়ে নিচ্ছে টাইগাররা। সিরিজে নিজেদের পারফরমেন্স দেখে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করলেন টাইগার ওপেনার তামিম ইকবাল।

সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয় পায় টাইগাররা। আর এ ম্যাচের আগে এক সাক্ষাৎকারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করা প্রসঙ্গে তামিম জানান, প্রস্তুতি ম্যাচ ও ত্রিদেশীয় সিরিজে আমাদের ব্যাটসম্যান ও বোলাররা দুর্দান্ত করছে। দলের সবাই জানে তাদের কি করতে হবে। আর এ ধারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধরে রাখতে পারলে আমরাও ভালো করবো।

ইংল্যান্ডের আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ইংল্যান্ডের সাক্সেসে দশ দিনের ক্যাম্প করেছে বাংলাদেশ দল। ক্যাম্প শেষে অংশগ্রহণ করছে ত্রিদেশীয় সিরিজে। এরপরও ইংল্যান্ডের উইকেট দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারেন বলে মনে করে তামিম বলেন, ইংল্যান্ডের উইকেট আয়ারল্যান্ডের উইকেটের চেয়ে ভিন্ন। তাদের কন্ডিশনে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মত দলের সঙ্গে খেলাটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে।

এদিকে দলকে ভালো স্কোর গড়তে বড় ভূমিকা রাখতে হবে তামিমকে। আর চ্যাম্পিয়ন্স ট্রফির আগের এই ওপেনারও আছেন দুর্দান্ত ফর্মে। ঘরোয়া ক্রিকেটের পর রান পেয়েছেন প্রস্তুতি ম্যাচেও। ত্রিদেশীয় সিরিজেও পাচ্ছেন রান । তাই বাংলাদেশ আশা করতেই পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু করার।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।