ছেলেদের ফুটবলে প্রথম নারী রেফারি স্টেইনহাস


প্রকাশিত: ১১:১৯ এএম, ২১ মে ২০১৭

চলতি মৌসুমেই বুন্দেস লিগায় ম্যাচ পরিচালনার গুঞ্জন ছিল বিবিয়ানা স্টাইনহাসের। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। তবে আগামী মৌসুমে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন ৩৮ বয়সী এই পুলিশ অফিসার। প্রথম নারী রেফারি হিসেবে বুন্দেস লিগায় ছেলের ম্যাচ পরিচালনা করবেন স্টেইনহাস।

২০১৭-১৮ মৌসুমের জন্য নতুন চারজন রেফারির নাম ঘোষণা করেছে বুন্দেস লিগা কর্তৃপক্ষ। সেখানেই তার নাম অন্তর্ভুক্ত করা হয়। এ নিয়ে স্টেইনহেস বলেন, এটা আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মত। আমি জানি বুন্দেস লিগার ম্যাচ গণমাধ্যমে প্রচার পায়, অনেক মানুষ দেখে। তবে আমি মনে করি, সাফল্যের সঙ্গে আমার এই দায়িত্ব পালন করতে পারব।

উল্লেখ্য, পুলিশ কর্মকর্তা স্টেইনহাস ছয় বছর ধরেই জার্মান ফুটবলের দ্বিতীয় স্তরের ফুটবলে ম্যাচ পরিচালনা করে আসছেন। এর আগে তিনি বুন্দেস লিগায় সহকারী রেফারির দায়িত্বও পালন করেছেন।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।