২০৩ রানে শেষ বাংলাদেশের ইনিংস


প্রকাশিত: ০৫:৪৭ এএম, ০৮ মে ২০১৫

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ২০৩ রানে থেমে গেছে বাংলাদেশের ইনিংস। প্রথম ইনিংসে পাকিস্তানের ৫৫৭ রানের জবাবে খেলতে নেমে ২০৩ রানে বাংলাদেশের প্রথম ইনিংস থেমে যায়।

নতুন ব্যাটসম্যান সৌম্য সরকারকে নিয়ে শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরু করেন টেস্টের শীর্ষ অলরাউন্ডার সাকিব। তবে দিনের শুরুতেই বিদায় নেন সৌম্য। অষ্টম ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসে সৌম্যর পথ ধরেন শুভাগত হোমও।

পর পর নিজের দুই ওভারে দু`জনকেই ফেরান ওয়াহাব রিয়াজ। সৌম্যর ব্যাট থেকে আসে ৩ রান, ডাক মারেন শুভাগত।

পাঁচ টেস্ট পর ফলোঅনের লজায় পড়ল বাংলাদেশ। এর আগে সবশেষ গত বছরের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটাউন টেস্টে এমন লজ্জায় পড়েছিল টাইগাররা।

এমআর/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।