বাহরাইন ক্রিকেট উৎসবে আশরাফুল


প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১৯ মে ২০১৭

জাতীয় দিবস উপলক্ষে আয়োজন করা হয় ক্রিকেট উৎসব। দেশটিতে ক্রিকেট খুব জনপ্রিয় না হলেও বাহরাইনে জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এই ক্রিকেট উৎসবে মেলা বসে অনেক ক্রিকেট রথি-মহারথির। সেই ভিড়ে গত বছরের ন্যায় এবারও ডাক পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

ash-mate

আজ (১৯ মে) বাহরাইন ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই ক্রিকেট উৎসব। যেখানে বাংলাদেশের আশরাফুলের সঙ্গে আমন্ত্রণ পেয়েছেন পাকিস্তানের মিসবাহ-উল হক, আবদুল রাজ্জাক, শহিদ আফিদি, সোহেল তানভির, ভারতের শ্রীশান্থ, শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান, ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলসরাও।

ash-misbahঢাকা প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার গাজী গ্রুপকে হারিয়েই রাতে কাতার এয়ারলাইন্সযোগে বাহরাইনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন আশরাফুল।

আজ নিজের ফেসবুক পেজে আশরাফুল পাকিস্তানের রাজ্জাক, মিসবাহ, সোহেল তানভিনদের সঙ্গে লাঞ্চ এবং মাঠের ছবি শেয়ার করেন। আজই বাহরাইনে ক্রিকেট উৎসবে একটি টি-টোয়েন্টি ফরম্যাটে প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ash-mates

আইএইচএস 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।