সিরিয়ার কালামুন অঞ্চলকে মুক্ত করলো সেনাবাহিনী


প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ০৭ মে ২০১৫

সিরিয়ার সেনাবাহিনী কৌশলগত আল-কালামুন অঞ্চলের বিশাল অংশ মুক্ত করতে সক্ষম হয়েছে। সর্বশেষ ‘আসাল আল-ওয়ার্দ’ শহর থেকে পিছুহটতে বাধ্য হয়েছে সন্ত্রাসীরা। সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বহু সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আন-নুসরা ফ্রন্টের সদস্যও রয়েছেন।
 
কালামুন অঞ্চলে গত কয়েক মাস ধরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে সিরীয় বাহিনী। লেবাননের হিজবুল্লাহ তাদেরকে সহযোগিতা করছে বলে জানা গেছে। সিরিয়ার সরকারের অনুরোধে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে অংশ নিচ্ছে হিজবুল্লাহ।
 
চলতি মাসের শুরুতে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ কৌশলগত কালামুনে সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নেয়ার কথা ঘোষণা করেছিল।  

২০১১ সাল থেকে বিদেশি মদদে সিরিয়ায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও কয়েকটি আঞ্চলিক দেশ সেখানে সহিংসতা ছড়িয়ে দিয়েছে।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।